Tuesday, December 30, 2014

একুশে আইন

আজ শ্রী সুকুমার রায় কে স্মরণ করার দিন, ঐতিহাসিকরা বলতে পারবেন সেদিন একুশ তারিখ ছিল কিনা, তবে অধুনা বঙ্গে যা ঘটছে তাতে হলফ করে বলা যায় যে সুকুমারবাবু জানতেন না একশত বছর পরেও তার শিবঠাকুরের আপন দেশে, আপন দেশে এমন সত্যি প্রমানিত হবে l
কবিতাটির প্রথম চতুর্থ এবং পঞ্চম অংশ তুলে ধরলাম, উপভোগ করুন

শিবঠাকুরের আপন দেশে
আইন কানুন সর্বনেশে !
কেউ যদি যায় পিছলে পড়ে,
প্য়াদা এসে পাকড়ে ধরে,
কাজির কাছে হয় বিচার ll .....

চলতে গিয়ে কেউ যদি চায়,
এদিক ওদিক দিনে বাঁয়ে ,
রাজার কাছে খবর ছোটে,
পল্টনেরা লাফিয়ে ওঠে,
দুপুর রোদে ঘামিয়ে তায়,
একুশ হাত জল গেলায় ll ....

যে সব লোকে পদ্য লেখে ,
তাদের ধরে খাঁচায় রেখে,
কানের কাছে নানান সুরে ,
নামটা শোনায় একশ উড়ে,
সামনে রেখে মুদির খাতা -
হিসেব কষায় একুশ পাতা ll

প্রথম অধ্যায়ে তে বলা হয়েছে যাদাভপুরের অধ্যাপক  আম্বারিশবাবুর কথা l সবে রেলমন্ত্রক ছেড়ে মুখ্যমন্ত্রী হয়েছেন l একজন রেলমন্ত্রকে গিয়েও ছিলেন  বটে তবে কথা শুনছিলেন না l কেন শুনছিলেন না যারা সারদা তদন্তর কথা কাগজে পড়ছেন বুঝতে পারছেন l ফলে বিস্তর ঝগড়া , মারামারি অবশেষে  রাজা বা রানী অন্য একজনকে পদে বসান l তাই নিয়ে সংবাদ্পত্রতে হাসি ঠাট্টা লেগেই থাকত l অম্বরিশবাবু ভুলক্রমে নিম্নোক্ত এমনি একটি বিষয় বন্ধুকে পাঠিয়েছিলেন   উনি জানতেন না এখন "কুমড়োপটাশ" এর যুগ ,হাসা একদম বারণ l


ব্যাস আর যায় কোথায়, প্য়াদা এসে ধরে নিয়ে যায় ওনাকে l কিন্তু দেশে তো উকিল আছে, তারাও তত্পর,ঘাম চতার যোগাড় l অনেক ভেবে চিনতে তারা একুশে আইন এ বিদ্ধ করলেন তাকে l


কিন্তু তাতেও বিপদ গেল না l উকিলের জয় হলো l রাজামশাই যদিও তাদের কথায় কান দেননি l রাজা শুনবে কোর্টের কথা? কোর্ট যদি ভুলে যায় যে একুশে জুলাই তে জন্ম হয়েছে রাজার , একুশে আইন এ মান্যতা না দিলে চলবে? রাজার অপরাধ কোথায় ?

সমস্যা আরো গভীর হলো l উজবুক বঙ্গবাসী আরো হাসতে আরম্ভ করলো l রাজা এখন হাসলেই ধরবে l কাল বেচারা সব্যসাচী পদ্য লিখে প্য়াদার সমন পেয়েছেন আজ কে মোবাইল twitter রাজা বিরোধিতা করছে তার ওপর নজর রাখছে সাগরেদরা l যাদাভপুর, রায়গঞ্জ হয়ে বাঁকুড়া পৌছে গেছেন l কাল আপনাদের পাড়াতেও পৌঁছবেন l

রাজার বিরোধিতা মহাপাপ , একদম হাসবেন না দয়া করে l 



1 comment:

  1. Excellent article!
    Desperation of TMC is evident. Now want to curb freedom of expression in Social Media thru Police.
    Days of TMC misrule numbered.

    ReplyDelete