Sunday, September 14, 2014

শব্দ করো না ভগবান নিদ্রা গিয়েছেন



আচ্ছা নন্দীগ্রামে কয় জন মারা গিয়েছিল? 

উত্তর : কয়েকশ মানুষ ক মেরে নদী তে ভাসিয়ে দেয়া হয়ছিল (সত্যি মর্মান্তিক)
সিঙ্গুরে অনিচ্ছুক চাষী ভাই কয় জন ছিলেন?

উত্তর: কয়েকশ বা কয়েক হাজার 

এছাড়াও আছে মর্মন্তুদ ঘটনা তাপসী মালিক কে ধর্ষণ করে খুন 

এই সবের বিরুধ্যে বঙ্গীয় সুশীল সমাজ গর্জে উঠেছিল প্রতিবাদে রাজপথে পরায়ে রোজ ই মিছিল হত মোমবাতি ফেস্টুন হাতে ; এইসব নক্কারজনক ঘটনা থেকে মুক্তি পেতে উন্নয়ন করার জন্য রাজ্যবাসী ২০১১ তে পরিবর্তন আনলেন 
এনে কি পেলেন?

১.১০০০০ কোটি টাকার সারদা কেলেঙ্কারী যেখানে শাসক দলের নেতা মন্ত্রী ও তাদের কাছের লোকেরা জড়িত (দুষ্টু লোকে বলে মুখ্যমন্ত্রী ও জড়িত)

২.নন্দীগ্রামে তো কয়েকশ ক হত্যা করা হয়েছিল; কিন্তু  সারদা মারফত কেয়েক লক্ষ্য মানুষ কে ভাতে মারা হলো

৩.মাননীয় সংসদ প্রকাশ্যে বিরোধীদের হুমকি দিলেন পার্টির ছেলে দিয়ে রেপ করিয়ে দেব, বাড়ি ঘর ভেঙ্গে দেব ইত্যাদি

৪.জনতার টাকা তে সিঙ্গাপুরে গিয়ে বুনো হাসের পাগলু ডান্স র সাথে  ফুর্তি আনলিমিটেড (যদিও লগ্নি গুলো চলে গেল পশ্চিম ভারতের কযেক টারাজ্যে)[দয়া করে বলবেন না জ্যোতি বাবু প্রতি বছর ও তো ফুর্তি করতেন বিলেত গিয়ে, কারণ জনতা ভেবেছিল আপনি জ্যোতি বাবুর চে উন্নত তাই আপনার হাতে রাজ্যর ভার দেওয়া হয়]

৫.প্রকাশ্য রাস্তা তে সিন্ডিকেট নিয়ে  শাসক দলের মারপিট

৬.ডেলও পাহাড়ে সরদার কর্ণধারের সাথে গোপন ডিল

৭. মাথা তে অক্সিজেন কম যাওয়া এক নেতার জনতার উদ্দেশ্যে বাণী "পুলিশ কে বম মারুন"

৮.রাজ্য ও কেন্দ্র সরকারী কর্মচারীদের ডি এ র ফারাক ৫০% ছুই ছুই 

কিন্তু এত "উন্নয়ন"র পর ও সেই বঙ্গীয় সুশীল সমাজের মোমবাতি হাতে রাজপথে খ্যামটা নাচ দেকছি না?
মোমবাতি কি পাওয়া  যাচ্ছে না? নাকি সারদা র প্রসাদ খেয়ে ঢেকুর তুলে উনারা নাসিকা গর্জন সহ নিদ্রা যাচ্ছেন?
সব দেখে নরক গুলজার নাটকের একটা গান আজ বড় মনে পরছে 
"শব্দ করো না ভগবান নিদ্রা গিয়েছেন"




1 comment: