যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রীর শ্লীলতাহানির ঘটনার পরিপেক্ষিতে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ কোনো ব্যবস্থা না নেওয়ায়
ঘেরাও চলছিল। গতকাল রাত ১১ টা অবদ্ধি শান্তিপূর্ণ ঘেরাও চলছিল।
অভিযোগ তখনও অবদ্ধি কতৃপক্ষ বলে ছাত্র ছাত্রী দের যে চিন্তার কোনো কারণ নেই,
তারা ও আছে ছাত্র ছাত্রী দের আন্দোলনও চলবে। কিন্তু রাত ২ থেকেই পাল্টে যায় পরিস্থিতি।
পুলিশ এবং অনেক সংখ্যক গেজ্ঞি-পুলিশ(সিঙ্গুর, নন্দীগ্রামের সময় যেমন ঊর্দি বিহীন পুলিশ ছিল,
আর যাদের পায়ে ছিল হাওয়াই চটি, একদম অবিকল এ ক্ষেত্রেও) ক্যাম্পাসে ঢুকে র্নিবিচারে ছাত্র ছাত্রী দের মারতে থাকে।
এই ঘটনায় ৩০জন আহত এবং ২ জন গুরুতর জখম হয়।
মহিলা পুলিস সংখ্যায় কম থাকায় পুরুষ পুলিস ই ছাত্রী দের মারধোর করে
এবং ওই রাতেই এক ছাত্রী কে গ্রেপ্তার করে বলে অভিযোগ।
এবং যে ঘটানাটি সবচেয়ে ভয়ংকর যে গোটা ঘটনাটি চলার সময় আলো নিভিয়ে দেওয়া হয়।
এবিষয়উপাচার্য কে প্রশ্ন করা হলে তিনি দোষ চাপান ছাত্র ছাত্রী দের উপর,
সাথে বলেন তাকেও নাকি ছাত্র ছাত্রী দের তরফ থেকে মারার চেষ্টা হয় এবং
তিনি নাকি ছাত্র ছাত্রী দের ই পুলিশ কে মারতে ও লাইট ভাঙ্গতে দেখেন।
আজ সকালে আটক ছাত্রদের জামিনে মুক্তি দেয়। ঘটনার ছবি তুলতে গিয়ে আক্রান্ত হয় মিডিয়া।
ক্যামেরাও ভেঙ্গে দেওয় হয় বলে অভিযোগ।
এটি আমার ব্যাক্তি গত একটা আর্জি
আমি 3rd year য়ের কলেজ ছাত্র।
আগেও twitter a বিজেপি তে জোগদান করবো বলেও করতে পারিনি একটাই কারনে,
কারন যেহেতু কলেজে পড়ি,তাই যদি মিটিং মিছিলে না থাকতে পারি তাই। আমি মন থেকে বিজেপি তে যোগদান করতে চাই।
আমি বিজেপির হয়ে কাজ করতে চাই। আপাদের কাছেই তাই জানতে চাই কি করা উচিত আমার?
আমার একটাই উদ্দেশ্য বিজেপির হয়ে কাজ করা।
বিজেপি ছাড়া এই রাজ্যের উন্নতি হতে পারেনা বলে
আমার বিশ্বাস।
শুধু একটা ধর্ম কে তোষন করে কখনই কিছু হয়া সম্ভব নয়। উত্তরের অপেক্ষায় রইলাম।
.
................. বিভাস চক্রবর্তী (নাম পরিবর্তিত )
English Translation
In Jadavpur University students were demonstrating against
inaction of authority.
Demonstration & Gherao was going on in a case of
molestation of a student.
Till 11 Pm in night everything was peaceful.
Even then
Adminstration sent fillers that they are with students,they can continue with
agitation.
Students need not to worry.But from 2 PM in night everything
changed.
Police along with people with T shirts & with casual out fits
people entered the the Auribindo Bhavan.
They were with slippers. (If you
remember Singur Nandi gram the same thing happened there also.
Authorities
swiched of light from inside. Students were outside Aurobindo Bhavan. In the
dark
They mercilessly started beating students.In this incident 2 students got
seriously injured & 30 got injured.
In absence of lady police Gents police beat up girls & even took up in lock up.
As we said this shameful incident
happened in dark,after swiching of light.
When VC was asked he put all the onus
on students & added students tried to kill him &
he has seen students
breaking lights by bricks.
Police took all students like criminals in police
station & released today morning itself.
While taking photographs of the
incidents photo journalists attacked & their cameras were broken.
My Personal Appeal
I am student of 3rd year. I have told before in
twitter that I want to join Bharatiya Janata Party.
I could not do that till
this point of time as I remain busy in class,so can’t join in programmes.
From
the bottom of my heart I want to join BJP.I want to work for BJP.
So I want to
ask you,what should I do?
My only intention is
to work for BJP.Nobody can’t do any progress in Bengal except BJP.
It is my
strong belief.
Nation can’t make progress by appeasing one community only.
I am waiting for your reply
……….BibhashChakraborty(Name
Changed)
দুই আঙ্গুলে কলম ধরি , এক আঙ্গুলে ভোট
ReplyDeleteতোমায় মারতে পাঁচটা আঙ্গুল করতেও পারি জোট
তোমার স্কুল-এ শিক্ষা পেয়েছি - ধর্না , মিছিল , ঘেরাও
তোমার শিক্ষা তোমায় ফেরালে আমায় চোখ রাঙাও ?
তোমার অস্ত্রে সাপও মরবে , লাঠিও ভাঙ্গবে না
সাপের পাঁচ পা আমার অস্ত্রে আস্ত থাকবে না
অনেক নিয়েছি শিক্ষা এবার শিক্ষা দেওয়ার পালা
একটা গলা টিপলে গর্জে উঠবে হাজার গলা
আমার অস্ত্র , আমার মন্ত্র , আমার গান-স্লোগান
তোমায় শিক্ষা দেওয়ার অস্ত্র - ভিসুভিয়াসের গান
জেগে উঠেছে আগ্নেয়গিরি - মিছিল করছে লাভা
তোমার ছাইয়ে বরণ করব নবারুণের আভা !
~ভিসুভিয়াসের গান...