Thursday, September 11, 2014

টাকাই বন্ধু টাকাই শত্রু


পরশু রজত ধারা পরেন CBI এর হাতে . সন্ধ্যায় শিক্ষামন্ত্রী পার্থ  জানিয়ে দেন রজত কে রক্ষা করার দায়িত্ব দলের নয় . কাল সুদীপ তো আরো অবাক করলেন . Chowrangi বিধানসভায় ওনার  সহধর্মিনী নয়নার  পরাজয়ের ভয়ে রাজাতকে  চিনতেই পারলেন না . অথচ এই রজত গত লোকসভা নির্বাচনে মুখ্যমন্ত্রীর প্রিয় মানুষ মাথায় অক্সিজেন কম থাকা Anubrataর   জেলা বিরভুমেই দলের পর্যবেক্ষক ছিলেন . কাল টুটু বসের পুত্র সৃন্জয় কে ৭ ঘন্টা জেরা করেছে CBI . আজ ও ওনাকে ডেকেছে ,সন্ধায় হয়ত ওনাকেও চিনতে পারবেন না . মিথুন,হাসান এর পর সৃন্জয় তৃতীয় পার্লামেন্ট সদস্য যাদের জেরা কর হলো ,মুকুলবাবুর এখনো বাকি . প্রশ্ন হলো কাকে কাকে ভুলবেন দিদি .এই কারণেই শ্রী রামকৃষ্ণ বলেছিলেন টাকা মাটি মাটি টাকা.এখন তাই কে কাকে চিনবেন বোঝা মুশকিল



এই বাড়িটি তৃনমূলের নেতা রজত মজুমদারের যাকে ওনারা চিনতে পারছেন না , লোকসভ ভোটের কিছুদিন আগে যে পঞ্চায়েত নির্বাচন হয় তাতেও দল রজাতবাবুকে উপদেষ্টা নিয়োগ করেছিল্লেন. অনবরত,মনিরুল এবং ক্ষিপ্ত কর্মীদের একজোট করার দায়িত্ব ছিল্ল তার. শান্তিনিকেতনে মজুমদার এর বাড়িতে মিটিং, এবং ঘন ঘন অংশ গ্রহন করেন  জেলা প্রধান Anubrata মণ্ডল, বীরভূম এমপি শতাব্দী রায় বোলপুর বিধায়ক এবং মৎস্য মন্ত্রী চন্দ্রনাথ সিনহা সঙ্গে গত বছর পঞ্চায়েত নির্বাচনের আগে "কার্যত একটি তৃণমূল কার্যালয়ে পরিণত" ছিল বাড়ির দারওয়ান প্রতিবেশী ও আজ বলেছেন.
একজন প্রতিবেশী বলেন এই বাড়ি তৈরী হয়েছিল ২০০৯ সালে কুড়ি বছর আগে পুলিশের ডিরেক্টর জেনারেল এর পদ থেকে অবসর নেবার পরেই . ২০১১ সালের নির্বাচনে শ্রীমতি মমতা বানের্জীর সুরাখ্খার দায়িত্ব ওনার হাতেই ছিল,কিন্তূ তিনি কোনো জানাশাভাই অংশ নিতেন না . শ্রীমতি মমতা বানের্জী এখনো বলেনি তিনি রজতকে চেনেন কিনা
প্রতিবেশী আরো বলেছেন যে তিনি ওনাকে সাবধান করেছিলেন সারদা গ্রুপ এবং রাজনীতিতে অংশ না নিতে. রজত শোনেন নি.প্রসঙ্গত তিনি দশ লাখ টাকা মাসে বেতন পেতেন সারদা গ্রুপের কাছে.
এই বাড়িটি প্রান্তিকের পশ্চিম দিকে তৃনমূল  পার্টি  অফিসের চার কিলোমিটার দুরে অবস্থিত.
আরেকজন প্রতিবেশী বলেছেন তিনি রজতকে ১৪ বছর ধরে চেনেন. তিনি Anubrata , চন্দ্রনাথ ,শতাব্দী সহ অনেক গুরুত্বপূর্ণ নেতাকে এখানে আসতে দেখেছেন
মত্শ্যমন্ত্রী চন্দ্রনাথ বলেছেন যে উনি পারামার্শাদাতা ছিলেন পঞ্চায়েত ভোটের আগে দুবার এসেছেন কিন্তূ রজতের সঙ্গে কোনো বিশেষ সম্পর্ক ছিল না.

শতাব্দী এই বিষয়ে কথায়ই বলতে চান নি , নই তো তার সহকর্মী নায়ানার স্বামী যদি ওনাকে চিনতে না পারেন . তথাকথিত অসুস্থ রজতকে হাসপাতালে দেখতেও যান নি আমরা কালকেই বলেছি সাতাব্দির সঙ্গে রজতের আলাপ কুড়ি বছর আগে যখন "অন্তর্ধান" চলচ্চিত্রর নির্মান হয়  .

এই টাকা কত শত্রু তৈরী করে তাই এখন দেখার .





1 comment:

  1. The million dollar question is :
    Is there ANY TMC Leader NOT linked to Saradha Scam or Rape incidences ?

    ReplyDelete