Tuesday, September 23, 2014

আজ মহালয়া



সংবাদ প্রকোষ্ঠের তরফ থেকে আমরা সকলকে জানাই শুভেচ্ছা ভালবাসা এবং বয়োজ্যেষ্ঠদের প্রনাম ই
"য়া দেবী সার্বাভুতেশু মাত্রিরুপেন সংস্থিতাহ নামাস্তস্বই নামাস্তস্বি নামাস্তস্বই  নমঃ নমঃ "

বাংলায় এখন চলছে অদ্ভুত উন্মাদনা  সারদা কেলেঙ্কারী তে শাসক দলের নেতাদের অংশীদার হবার প্রনাম এবং তাদের নেতাদের মৌলবাদীদের বাংলাদেশে মদত দেবার অভিযোগ এক ভয়ংকর পরিস্থির মধ্যে বঙ্গদেশ. সতরাং কে দেবী ,কে শাসক কে অসুর তাই বোঝা যাচ্ছে না I

তাই অনেকেই বলছেন এবার পুজোর মন্ত্র পাল্টে গেছে

 পরিনত হয়েছে

যা দিদি সর্বলুটেষু সারদারূপেণ সংস্থিতা,
ঘৃণাস্তসৈ ঘৃণাস্তসৈ ঘৃণাস্তসৈ ঘৃণাঃ ঘৃণাঃ।
যা দিদি ছাত্রাঃ হত্যাষু পুলিশরূপেণ সংস্থিতা,
ঘৃণাস্তসৈ ঘৃণাস্তসৈ ঘৃণাস্তসৈ ঘৃণাঃ ঘৃণাঃ।
যা দিদি ধর্ষণেেষুু তাপসরূপেণ সংস্থিতা,
ঘৃণাস্তসৈ ঘৃণাস্তসৈ ঘৃণাস্তসৈ ঘৃণাঃ ঘৃণাঃ।
যা দিদি নৃত্যেষু টলিউডরূপেণ সংস্থিতা, 
ঘৃণাস্তসৈ ঘৃণাস্তসৈ ঘৃণাস্তসৈ ঘৃণাঃ ঘৃণাঃ।
যা দিদি কটুবাক্যেষু খিস্তিরূপেণ সংস্থিতা,
ঘৃণাস্তসৈ ঘৃণাস্তসৈ ঘৃণাস্তসৈ ঘৃণাঃ ঘৃণাঃ।
যা দিদি মিথ্যাবাক্যেষু ভন্ডরূপেণ সংস্থিতা, 
ঘৃণাস্তসৈ ঘৃণাস্তসৈ ঘৃণাস্তসৈ ঘৃণাঃ ঘৃণাঃ।
যা দিদি ধর্মনিরপেক্ষেষু মুমতাজ্‌রূপেন সংস্থিতা,
ঘৃণাস্তসৈ ঘৃণাস্তসৈ ঘৃণাস্তসৈ ঘৃণাঃ ঘৃণাঃ। 
যা দিদি বঙ্গধ্বংসেষু গুন্ডারূপেণ সংস্থিতা,
ঘৃণাস্তসৈ ঘৃণাস্তসৈ ঘৃণাস্তসৈ ঘৃণাঃ ঘৃণাঃ।


এক অদ্ভূত দৃশ্য দেখা গেল কাল কলকাতার রাস্তায়. ছাত্রী নিগ্রহ থেকে যে আন্দোলনের শুরু তার দমনের জন্যে শাসক দলের গুন্ডারা নামল রাস্তায় 
আরাবুল কে দেখা গেল সেই ছাত্র আন্দোলনের নেতৃত্যে স্কুল পড়ুয়াদের বাধ্য করা হলো মিছিলে হ্নাটতে যারা জানেননা কেন এই মিছিল 

ছাত্র গুন্ডা শঙ্কু কিশোরী ছাত্রীদের মধ্যে স্লোগান দিলেন কলকাতার শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের ছাত্ররা গঞ্জিকা সেবন করেন যদিও তার নেতারা সবাই কি সেবনে ব্যস্ত থাকেন সেটা বলেননি  এই হছে আজ বঙ্গ এখানে ছাত্র নই গুন্ডারা কিশোরীদের শিক্ষা ব্যাহত করে আরেক ছাত্রীর শ্লীলতাহানি করার সপক্ষে আন্দোলন করেন 

তাই সুকুমার রায় এর কবিতার এক পরিবর্তিত রূপ শঙ্কু অসুরের উদ্দেশ্শে 

শুনতে পেলাম মিছিলে গিয়ে
তোমার নাকি মেয়ের বিয়ে?
শন্কুদেব কে পত্র পেলে
জানতে চাও সে কেমন ছেলে?
মন্দ নয় সে পত্র ভালো
তাছাড়া পকেটে সারাদার ঝরা টাকা করছে আলো
তারপরে মুখের গঠন 
অনেকটা ঠিক হুলোর মতন
বিদ্যে বুদ্ধি?ছাড়ুন মশাই 
টুকলি করতে বুদ্ধিটা চাই
কলকাতা টি ভি র ক্যামেরা ছেড়ে
টি এম সি পি র মিছিল করেন তেড়ে
বিষয় আশয়?গরিব বেজায় 
সুদীপ্তর টাকায়ে দিন চলে যায়ে
মানুষ তো নয় দাদা আর ভাই গুলো তার
একটা মাতাল,একটা ক্লাস ফাইভ করলো না পার 
আরেকটি সে তৈরী ছেলে, এক ফনেতে লক্ষ টাকা দিয়ে আছেন জেলে 
কনিষ্ঠ টি আই আই পি এম এ পরা ছেড়ে কে ডি সিংহর জামাই এখন
তবে পিসির দয়ায়ে সংসদ হয়ে খাচ্ছেন মাখন 
শন্কুদেব তো কেবল ভোগে 
সারদাআইতিস আর মিছিল রোগে 
কিন্তু তারা উচ্চ  ঘর
মা মাটি মানুষের বংশধর 
তাপসী মালিক সিঙ্গুরের 
আজ কেউ হয় না শন্কুদেবের
যাই হোক এইবারেতে পাত্র পেলে 
খুব কি ব্যাটা মন্দ ছেলে ?

[সুকুমার রয়ের কাছে আন্তরিক ক্ষমাপ্রার্থী উনার অসাধারণ সৃষ্টি কে বিকৃত করার জন্য}




No comments:

Post a Comment