Sunday, September 21, 2014

কিছু হাসি কিছু গান

সততার সঙ্গীত 
বারান্দায়ে রোদ্দুর 
সরদার টাকা ঝেড়ে আমি দু পা নাচাই রে 
গরম চায়ে চুমুক দি, সিবিআই এ তদন্তর খবর জানতে কাগজের পাতা ওল্টাই রে
কলিং র ঘন্টা শুনে ভয়ে গিয়ে দরজা খুলি
কলিং ঘন্টা শুনে ভয়ে গিয়ে দরজা খুলি 
সিবিআই এসে দানিয়ে আছে, প্রধানমন্ত্রীত্ব র দেখা নাই রে
প্রধানমন্ত্রীত্ব র দেখা নাই রে ,প্রধানমন্ত্রীত্ব র দেখা নাই রে 
প্রধানমন্ত্রীত্ব র দেখা নাই রে ,প্রধানমন্ত্রীত্ব র দেখা নাই রে
চতুর্দিক অগোছাল
আমার প্রিয় লোক সব জেলে গেছে,চুরির প্রমান বাড়িময়
ঘরার ঘর ফানের ব্লেড,
আমার ঘুলঘুলিতে সিবিআই বসে ভয় দেখায় রে
কলিং র ঘন্টা শুনে ভয়ে গিয়ে দরজা 
খুলি
কলিং ঘন্টা শুনে ভয়ে গিয়ে দরজা খুলি 
সিবিআই র অফিসার দাড়িয়ে আছে


আমরা মা মাটি মানুষের কথা ভুলি 
আজ  মানুষকে দি মা এর পা এ বলি 
আমরা তৃনমুলি,
খুন ধর্ষণ রক্তপাত
ভেবেছিনু এই দিয়ে হরিদাস পালকে করব কাত
ভেবেছিনু  ভোটের পর দিল্লিতে হব  নির্ণায়ক শক্তি 
কিন্তু রামলীলা ময়দান দেখে দেশের চটে গেল ভক্তি 
ভোটের পর আজ মোরা সেই হিন্দি প্রবাদ বাক্য
না ঘরকা না ঘাটকা , দিল্লির লাড্ডু খাওয়া  থেকে ব্রাত্ত্য
কিন্তু তবু আজ বীর দর্পে হাজির মোদের তিন রত্ন 
তাপস আরাবুল মনিরুল; যাদের পার্টি করে খুব যত্ন 
রেপ করাই, জগ ছুরি ,পা এর  তলে পিষে  মারি
পরিবর্তন ?এরেই বলে আগে  তো বুঝতে না পারি 
এরপর ও পাই আমরা বঙ্গদেশে করতালি
বাঙালি আজ মাখলো মুখে আমাদের জন্য চুনকালি



No comments:

Post a Comment