মনে করে ভুলে যাও
Subhendu Patra
এসো ভুলে যাই সব ইতিহাস এসো ভুলে যাই ভূগোল
মনে রাখে তারা 'সাম্প্রদায়িক' নাহয় বদ্ধপাগল।
ভুলে যাওয়া টাকে জীবন মানে যদি করে নিতে পারো
দিল্লির মসনদের পক্ষে সেটা হবে পোয়াবারো।
আদার বেপারি জলজাহাজের খবর নিয়ে কী করবে !
খাদ্যবিলের চাল গম খেয়ে দিব্যিতো পেট ভরবে।
ছেলেমেয়েদের মারছে মারুক যোজনা মিড-ডে মিল
শাককে শাক পোঁগায় মূলো এবার খাদ্যবিল।
মনরেগার টাকায় চলছে সেক্যুলার বোমাবাজি
মাল্যদানে ধন্য হবেন কবিগুরু আর কাজী।
এসো ভুলে যাই কমনওয়েলথ, ভুলে যাই টুজী স্পেকট্রাম
এসো ভুলে যাই কংগ্রেসিদের লুটেপুটে খাওয়া থোরিয়াম
এসো ভুলে যাই লক্ষলক্ষ কোটি টাকার কয়লা
আজ আছে কাল নাই যে টাকা, টাকাতো হাতের ময়লা।
কয়েকশ লাখ কোটি টাকার বেচে খুচে প্রকৃতি
ডলারের সাথে বেড়েই চলেছে রাজকোষে ঘাটতি
তোমার আমার জীবনের সাথে জল জঙ্গল জমি
আকাশপাতাল বেচেও তবু ঘাটতিতে নেই কমি
হজম করতে কষ্ট হলে হজমি গুলি খাও
সব ভুলে গিয়ে খাদ্যবিলের স্বপক্ষে ভোট দাও
খাদ্যবিলের পক্ষে দেখ সকল কমিউক্রেটিক
নাকি ডেমোনিস্ট শব্দটি হলে শুনতে লাগবে সঠিক।
এসো ভুলে যাই ইউপিএ একে কাস্তে হাতুড়ি তারা
বেমালুম ভুলি ইউপিএ দুয়ে ফোটে ঘাসফুল জোড়া
মনে রাখে তারা 'সাম্প্রদায়িক' নাহয় বদ্ধপাগল।
ভুলে যাওয়া টাকে জীবন মানে যদি করে নিতে পারো
দিল্লির মসনদের পক্ষে সেটা হবে পোয়াবারো।
আদার বেপারি জলজাহাজের খবর নিয়ে কী করবে !
খাদ্যবিলের চাল গম খেয়ে দিব্যিতো পেট ভরবে।
ছেলেমেয়েদের মারছে মারুক যোজনা মিড-ডে মিল
শাককে শাক পোঁগায় মূলো এবার খাদ্যবিল।
মনরেগার টাকায় চলছে সেক্যুলার বোমাবাজি
মাল্যদানে ধন্য হবেন কবিগুরু আর কাজী।
এসো ভুলে যাই কমনওয়েলথ, ভুলে যাই টুজী স্পেকট্রাম
এসো ভুলে যাই কংগ্রেসিদের লুটেপুটে খাওয়া থোরিয়াম
এসো ভুলে যাই লক্ষলক্ষ কোটি টাকার কয়লা
আজ আছে কাল নাই যে টাকা, টাকাতো হাতের ময়লা।
কয়েকশ লাখ কোটি টাকার বেচে খুচে প্রকৃতি
ডলারের সাথে বেড়েই চলেছে রাজকোষে ঘাটতি
তোমার আমার জীবনের সাথে জল জঙ্গল জমি
আকাশপাতাল বেচেও তবু ঘাটতিতে নেই কমি
হজম করতে কষ্ট হলে হজমি গুলি খাও
সব ভুলে গিয়ে খাদ্যবিলের স্বপক্ষে ভোট দাও
খাদ্যবিলের পক্ষে দেখ সকল কমিউক্রেটিক
নাকি ডেমোনিস্ট শব্দটি হলে শুনতে লাগবে সঠিক।
এসো ভুলে যাই ইউপিএ একে কাস্তে হাতুড়ি তারা
বেমালুম ভুলি ইউপিএ দুয়ে ফোটে ঘাসফুল জোড়া
এসো ভুলে যাই দলাদলি আর দলীয় সমীকরণ
ভিতর এবং বাইরে থেকে সমর্থনের ধরন।
মনে রাখি ভোট দিচ্ছি কাকে, ভুলি বিপক্ষে কার
কৃষির দেশে খাদ্যবিল গণতন্ত্রের সার।
এসো ভুলে যাই আমরা হুবহু মানুষের মত ছিলাম
কালক্রমে কেউ সিপিএম কেউ তৃণমূল হলাম
জিনগত পরিবর্তন হলে ভবিষ্যতে
রক্তে কোন নতুন কণিকা পারেওতো জন্মাতে
ভিতর এবং বাইরে থেকে সমর্থনের ধরন।
মনে রাখি ভোট দিচ্ছি কাকে, ভুলি বিপক্ষে কার
কৃষির দেশে খাদ্যবিল গণতন্ত্রের সার।
এসো ভুলে যাই আমরা হুবহু মানুষের মত ছিলাম
কালক্রমে কেউ সিপিএম কেউ তৃণমূল হলাম
জিনগত পরিবর্তন হলে ভবিষ্যতে
রক্তে কোন নতুন কণিকা পারেওতো জন্মাতে
কে কোন দলের বুঝে নেওয়া যাবে রক্তপরীক্ষায়
উদগ্রীব হয়ে থাকতে হবেনা ভোটের প্রতীক্ষায়।
আপন আপন বিশ্লেষণী শক্তিটা বাঁধা রেখে
কর্তব্যটা শুধু জেনে নেব দাদা ও দিদির থেকে
সর্বহারা দাদা আমাদের, তার কথা শাশ্বত
সর্বজ্ঞ দিদির কথা যেন আয়াতের মত।
'গণহত্যা' টা বেমালুম ভুলে মনে রাখো 'রাজধর্ম'
দাঁত থাকতে বুঝবো কেন আস্ত দাঁতের মর্ম!
সমান্তরাল অর্থনীতি সমানের দশগুণ
সমানে করেছে তীব্রনিন্দা, হাওয়ালা করেছে খুন।
বিস্ফোটক জনসংখ্যা চৌকাঠে মহামারি
গোদের উপর বিষফোঁড়া হয়ে অনুপ্রবেশকারী।
আমি বলি শুনো এসব কথা বেমালুম ভুলে গিয়ে
ভোটাভুটি কর খাদ্যবিল আর সেক্যুলারিজম নিয়ে
কা'রা কতবার নামাজ পড়ে, কা'রা কা'রা খায় গরু
ইমাম কিংবা মুয়াজ্জিনের কাহারা কল্পতরু
রুসদিকে কা'রা শয়তান বলে, মোদীকে সাম্প্রদায়িক
পাড়ায় পাড়ায় শাসিয়ে বেড়ায় সেক্যুলারদের বাইক।
মার্কিনী আগ্রাসনের রাস্তা করতে বন্ধ
পাতঞ্জলির ওষুধে পাচ্ছে মানবখুলির গন্ধ
ভণ্ডামি বলে পোষাবে না ঠিক ....ঢ্নামি মাঝামাঝি
পোষাবে যেটাতে সেটা অশালীন, অনুমতি পেলে রাজি।
আরো একবার মনে করে নাও কী কী রাখবেনা মনে
এক এক করে ভোলার গুলোকে লিখে রাখ গুনে গুনে।
No comments:
Post a Comment