Wednesday, August 6, 2014

লক্ষভেদ



                     লক্ষভেদ        Subhendu Patra
জীবন মানে জীবাংলা সঙ্গীত হল সুরে
বর্ষা পেয়ে নটে গাছটি উঠলো একটু বেড়ে
বৃষ্টিভেজা একটি কলি হেফাজতে ইসলাম
মাতৃভাষা বাংলা তবুও উর্দুতে বললাম
ইংরেজিতে উর্দু জিগির আছেইতো দৃষ্টান্তে
ক্ষতিটা কোথায় আরো একবার বঙ্গ ভাষায় আনতে
বুঝতে চাইছি ইসলাম আর উর্দুর যোগাযোগ
হলে হোকগে বুঝতে চাওয়াটা গরিবের ঘোড়ারোগ।
এ জলে তুমি তেষ্টা মেটাও, এই জলে করছো অজু
তবু তোমায় ভয় দেখাচ্ছে আবু জমজমের জুজু।
ঝমঝম করে বৃষ্টিধারা ঝরে যায় অঝোর ঝরে
সে ধারায় সিক্ত তুমি, অথচ তাকাও সীমার পারে।
কটা ঋতু কাটিয়ে এলে আরবদেশের মরুস্থলে?
ভালোমন্দের কীইবা জানো পাকিস্তানে থাকার ফলে?
কাবার থেকে ড্রোন উড়ে এসে বোম ফেলে বাড়ি বাড়ি
জাহান্নামের আগুনের সাথে জান্নাতে হুরপরী।
নিদেনপক্ষে বাহাত্তরটি সুন্দরী নিরুপমা
নেকির উপর নির্ভর করে পরীর উর্দ্ধসীমা
কোনটা হবে বিপাশার মত, কেউ অবিকল স্বাতী
উল্টো সোজায় জমাব করা হতে পারে শরিয়তি।
পান বুরুজের শীতল ছায়ায় থাকতে তুমি অভ্যস্ত
ভিনদেশের শৃঙ্খলাতে হচ্ছে তোমার দিন অস্ত।
ইসলাম কী চোখে ঠুলিপরা যুক্তিবিহীন অন্ধত্ব!
চোদ্দশ বছর ধরে মহামানবের বন্ধ্যত্ব!
শেয নবী কেন হতে যাবে শুনি, শেয জানা নেই কারো
অনেক নবী পর্দা করেছে, পর্দা করবে আরো।
আসমানি নয় কোরানশরিফ, পৃথিবীর উপলব্ধি
আসমানে কোন কাগজ কলম মেলেনিকো আজ অবধি।
জিব্রাইলের হদিস কিছু মেলেনি অন্তরিক্ষে
চরিত্রটির উপস্থাপনা গল্পের পরিপ্রেক্ষে
যদি কোরানের অংশবিশেষ স্থানকাল দোষে দুষ্ট
সাহসিকতার লেখনীতে টানো আধুনিক পরিশিষ্ট।
অন্ধত্বককে ধর্ম বলেনা, ধর্মতো দেয় প্রকাশ
প্রকাশ ছাড়া সম্ভবও নয় সর্বাঙ্গীণ বিকাশ
অত্যাধুনিক অস্ত্রে করছো বর্বর খুনোখুনি
মোহম্মদের যুগে নিয়ে যাবে সময়ককে কারা শুনি!
চোদ্দশ বছর আগে নিয়ে যাবে যারা এই দিনকাল
বন্দুক, বোমা ফেলে নাও তবে লাঠি, ঢাল তরোয়াল
পানি ছিটে নাও চোখেমুখে ভায়া ঘুমের থেকে জাগো
লাখো মানুষের আবেদনে দেখ জেগে আজ শাহবাগও
নেতাজীর সাথে চাপা পরে আছে হবিবুর রহমান
আবেদ হাসান ছিলনা বুঝি সাচ্চা মুসলমান!
টুপি দাড়ি আর পাজামার থেকে গোড়ালিটা দেখা গেলে
শরিয়তি মুসলমানের বাচ্চা তাকেই বলে!
ভোরের আযান কিনছে যারা মাসিক ভাতার শর্তে
যুগযুগ ধরে বেচে তোমাদের ক্ষমতার পরিবর্তে
টুপি পরছে না নীতীশ কুমার টুপি পরাচ্ছে তোমায়
চোখ মেলে চাও বন্ধু আমার, আর থেকো না কোমায়।
এসো পড়ে দেখি রামায়ণ, গীতা, হাদিস, কোরান, বেদ
তাহলে হবেই জীবন মানে এবার লক্ষভেদ।
লক্ষটা হোক তোমার আমার নেহরু-গান্ধী বংশ
নামাজ, পুজো দুটোই ক্রমশ করছে ওরা ধ্বংস
ভ্যাটিকানসিটি হতে চায়ছে সর্বশক্তিমান
কুক্ষিগত হচ্ছে ওদের আল্লাহ ও ভগবান।
আল্লাহতালা চোখ দিয়েছে, বুদ্ধি দিয়েছে মাথায়
বিনা দেখেশুনে নাচবে কেন অন্য কারোর কথায়!
ল্যাজটা তুলে দেখে নাও আগে পাঁঠা বটে নাকি পাঁঠি
জানলে পরে মিটে যাবে দ্যাখো সকল ঝগড়াঝাঁটি।
থামার আগে খোদাহাফেজ বলছে জীবন মানে
ইনশাল্লাহ আসবে আবার অর্থবোধের টানে।

No comments:

Post a Comment