Thursday, August 7, 2014

খাদ্যাখাদ্য

                                                                                                 Photo Courtesy: New York Times

খাদ্যাখাদ্য
                               Subhendu Patra

খাদ্যবিলে অন্ন দেবে, ব্রাইবিল থেকে অন্ন
কে-আই-এ ডিলের থেকে ব্রাইবিল উৎপন্ন।
সীড-এক্ট আর সীড-পুলিশে পূর্ণ হলে বৃত্ত
বুঝতে পারবে খাদ্যবিলের নিগূঢ় গুহ্যতত্ত্ব।
আবু গরিবের বীজভাণ্ডার আগেই হয়েছে চূর্ণ
আলিপ্পো নিয়ে সীরিয়াটা গেলে হবে ষোলকলা পূর্ণ।
ইফতারিতে পাস্তা খাবেন সেকুলার নেতা-নেত্রী
ইরাক, লিবিয়া, সীরিয়ার পথে আমরাও সহযাত্রী।
আল্লাহতালার খাবার লাগেনা, রসুলও ন'ন জীবিত
ইসলামের হেফাজতে বান্দা জেহাদ নিয়ে ভাবিত।
বান্দা নাহয় জেহাদ ভাবুক, হিন্দু করবে কী!
দেবদেবীদের নিত্যসেবায় লাগে গব্যঘি
পোনকাপোস্ত, বেগুনভাজা, সোনামুগের ডাল
ভাতের জন্য সুগন্ধিত গোবিন্দভোগ চাল।
তার বদলে বিটি-বেগুন, বিটি-চালের ভাতে
অসুখবিসুখ দেখা দেবেযে দেবদেবীদের আঁতে।
যদি পাস্তা, ম্যাগি সেবায় লাগাও শুকরচর্বি যুক্ত
ভগবানের অভিসম্পাতে হবে আরো পাপাসক্ত।
অন্নবস্ত্র বাসস্থানে অন্ন যখন আগে
রোটি-কপড়া-মকানেও দেখ রুটিই প্রথমভাগে।
তাই বলি কি খাদ্যাখাদ্য ব্যাপারে একটু ভাবো
পরে নাহয় জেহাদ করে জান্নাতে হুর পাবো।

1 comment: