Wednesday, August 6, 2014

সেক্যুলারিজম



                সেক্যুলারিজম
                                Subhendu Patra


দিদি বদলে দিদি নম্বর অন্য ঘরে এলো
জীবন মানে জী বাংলা নতুন মাত্রা পেলো
'কোলকাতার রসগোল্লা', ক্ষমা কর নন্দিনী
অর্থবোধের ধারাবাহিকতা দিয়ে যায় হাতছানি।
জীবন মানে চলো খুঁজে আসি ভিটেছাড়াদের ভিড়ে
'গণহত্যা'র আগে সবাই ছিল ওরা কাশ্মীরে
সাত লক্ষ মানুষ ওরা আবাল বৃদ্ধ নারী
ওদের আপন ভাষা ছিল, ছিল আপন বাড়ি
কথায় কথায় এখন হচ্ছে ভাষার বিপর্যয়
কাশ্মীরি পণ্ডিত হল ওদের পরিচয়।
ঘর লাগোয়া মাটির স্বর্গে ফুটতো কেশর ফুল
শাস্ত্রের সাথে সস্ত্র ধরেনি সেটাই ওদের ভুল।
এখন কাটায় তাঁবুর নিচে গ্রীষ্ম বর্ষা শীত
শক্ত করতে এই সেক্যুলার গণতন্ত্রের ভিত।
জীবন মানে সেক্যুলারিজম ঘুমের ওভারডোজ
তাঁবুর নিচে চলো করে আসি জীবন মানের খোঁজ।
গভীর ঘুমের পরেও যদি বেঁচেবর্তে থাকো
শরণার্থী শিবিরে থাকাটা ধাতস্থ করে রাখো
হটাৎ করে থাকতে গেলে বেশি পেতে হবে কষ্ট
কাশ্মীর থেকে কামরুপের ছবিটাতো আজ স্পষ্ট ;
ছবিটা যতই স্পষ্ট হোকনা ঘুমিয়ে কী করে দেখবে?
দেখে যদি শিক্ষা নাহয়, ঠকলে পরে শিখবে।
জীবন মানে মহালয়া, শক্তি পুজার্চনা
সংস্কৃতে মন্ত্রোচ্চার সঙ্গে টুনির মা
বীরাষ্টমীর সন্ধিপুজো, নৈবিদ্যের পাত্র
ফল, মিষ্টি, চিরকুটে লেখা নামের সাথে গোত্র
সান্ডিল্য, ভরদ্বাজ কেউবা কাশ্যপেয়
কাশ্যপ মুনি বিস্মরণে, কাশ্মীর আজ হেয়।
পুরস্কৃত বুদ্ধিজীবীরা পড়াচ্ছে ইতিহাস
কাশ্মীরে নাকি ভারতীয়দের কখনো ছিলনা বাস
আমরা পিষছি বুদ্ধিজীবীর পুরস্কারের ফাঁসে
নোবেল, বুকার, একাডেমী, রোমান ম্যাগসেসে
এইসকল পুরস্কারে পুরস্কৃত যারা
ধর্মনিরপেক্ষতার ঠিকেদার হল তারা
কাশ্মীরের 'গণহত্যা' এদের বিস্মরণে
গুজরাতের 'রাজধর্ম' দিব্যি রেখেছে মনে।
'পানুন কাশ্মীর' সংস্থা করছে বাতুলতা
কাশ্মীর নিয়ে কথাবলা মানে সাম্প্রদায়িকতা।
যেমন ধর রুসদির লেখা 'স্যাটানিক ভার্সেস'
পঠনপাঠনে মুসলমানের ভাবনাতে লাগে ঠেস
গোহত্যাতে হিন্দু ভাবনা যদি হয় আহত
সেক্ষেত্রে সেক্যুলারিজম হয়ে পরে ব্যাহত।
সাম্প্রদায়িক হচ্ছে নাকি অর্থবোধের ধারা!
জীবন মানে ঢের হয়েছে এবার একটু দাঁড়া।

No comments:

Post a Comment