Wednesday, January 7, 2015

ভাগ্নে আর ভাইপো


ভাগ্নে মদনের প্রতি চিঠি
প্রিয় মদন
বেশ কিছুদিন হয়ে গেল তোমার জেলযাত্রার গত মঙ্গলবার হাটে গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি নিয়ে যাবার সময় দু টাকার বাতাসা সহ তোমার মঙ্গল কামনার্থে পুজো দিয়েছে তোমার মামী, জানই তো তুমি অগস্ত্য যাত্রা করার পর থেকেই তোমার মামী ও আমাদের গাড়ির গরু দুটোর চোখের জল থামছে না বঙ্গের ডাক্তারগুলো কি রূপে পাষন্ড সেটা বুঝলাম যখন ওরা তোমার মত একজন অসুস্থ লোককে ভর্তি করলো না 

বাড়ির খবর এক প্রকার তোমার দাদা মুকুল ও বলছে শিগগিরই ও তোমাকে সঙ্গ দিতে যাবে তুমি অগস্ত্য যাত্রা করার পর থেকেই মুকুল মৌনব্রত অবলম্বন করেছে
সংবাদপত্রে পরলাম জেলে নাকি কেবল একটা কম্বল দেওয়া হয়?তোমার ভাই শঙ্কু গেল হপ্তার হাট থেকে একটা কালো চাদর কিনেছে যদি বল সেটাকে তোমার কাছে পাঠানোর বন্দোবস্ত করা হবে
একদা তোমার বন্ধু সুগত তোমার পিঠে ছুড়ি মারছে সাংবাদিকদের উল্টোপাল্টা বিবৃতি দিয়ে ভোটের পূর্বেই বলেছিলাম যাদবপুর আসন তোমাদের  কপালে সয় না গেলোবার গানওলাটাকাকে নিয়ে ভুগলে এইবার এই অধ্যাপক টাকে নিয়েও ভুগতে হবে মনে হচ্ছে তবে ডেরেক ও ইদ্রিস এখনো তোমার অনুগত আছে এদিকে চন্ডিপুর এ দেবাশিষ নাম একটা আর এস এস স্টেজে উঠে ভাইপোকে এমন চড় মেরেছে যে ওর গাল ফুলে ঢোল তবে চিন্তা নেই স্টেজে কেষ্ট ও মনিরুল চাচার লোকেরা উপস্থিত ছিল ওরা ছেলেটাকে ভালো করে ধুনে দিয়েছে মাল এখন পটল তুলবে তুলবে করছে
তবে জেলে গিয়ে সুনলাম তোমার অধ্মাত্ত্বিক  উন্নতি হয়েছে? মানে রোজ নাকি তুমি নাম সংকীর্তন শুনছ ? এটা বেশ ভালো করছ 


শুনলাম বই পত্তর ও পড়ছ? বাহ বাহ বেশ ভালো ভাবছি কলকাতা বইমেলা শুরু হলে তোমার জন্য তিনটে বই কিনব
১ কালিঘাটের বাম্বু রহস্য
২ বিন্দু বিন্দুতে সিন্ধু কেলেঙ্কারী
৩ যত কান্ড ডেলোতে
সবকটা গোয়েন্দা কাহিনী এইগুলো ভালো করে পড়লে সি বি আইয়ের বাবারও সাধ্য কি তোমাকে জেরা করে
তবে জেলে শুনেছি মদ্যপান নিষিদ্ধ , চিন্তা করো না সন্ধ্যে বেলাতে বুকে ব্যথা করছে বলে এস এস কে এম র উডবার্ন এ কয়েক ঘন্টা কাটিয়ে যেও পানাহারের সমুচিত ব্যবস্থা করা হবে (দিদির আদেশ এটা )
যাই হোক এখানেই শেষ করলাম
ইতি
ভাগ্যহীন মাতুল বংশীবদন


একটা চড়
বইল ঝড়,
চড় খেয়ে বেসামাল
চড় মেরে হাসপাতাল,
পুত্রর বেদনায় আর্ত মা
কেন তা বোঝেনা পিসিমা
নয়বা তুমি কারো জননী
তুমি যে রাজ্যবাসীর বড় ভগিনী
ক্ষমা দিয়ে ইতি হোক এই কর্ম
ক্ষমাই যে আমাদের পরম ধর্ম।

No comments:

Post a Comment