Monday, February 2, 2015

সততার সারদা প্রাপ্তি

                                                          (আদিপর্ব)



“এতক্ষণে“, মুখ্যনেত্রী কহিলা বিষাদে,
“জানিনু কেমনে সিবিআই প্রবেশিল
তৃণমূলপুরে। হায় মুকুল! উচিত
কি তব হেন কাজ, বঙ্গ অগ্নিকন্যা
তব দিদি, সহোদর মদনদেব—
যানমন্ত্রী, খেলযন্ত্রী, কারণকিঙ্কর ?
কালীঘাট পথ দেখাও সিবিআইয়ে ?”
উত্তরিলা মুকুল, অগ্রজা, বৃথা গঞ্জ
মোরে। সারদার স্বর্ণ, রৌপ্য, মণিমুক্তা
কেবল আমি একা হরিয়াছি? কুণালদেব,
কলমজীবী, তব নয়নের মণিরে
যবে পাঠাইলা সংসদে, মজাইলা
তৃণমূলে, সমূলে উৎপাটন-বীজ
বপনিলা তুমি! গ্রুপ মিডিয়া সিইও
বানাইলা যবে তব অঙ্গুলিহেলনে
যুগ্মপুষ্পকুঞ্জে পুঞ্জিল কীট তবে।
চণ্ডালে বসাও আনি রাজার আলয়ে?
আমি অজ্ঞ, বিজ্ঞতম বঙ্গ দিদিমণি,
অগোচর নহে কিছু তোমার দ্বিনেত্রে।
ভ্রাতৃসম মিত্র, তব ছত্রচ্ছায়াতলে
‘বিন্দু বিন্দু হতে সিন্ধু’ দৈববাণী সম
উচ্চারিলা যবে, ধনদাত্রী ভাবি সবে
চিটফান্ডে রাখি রাশিরাশি ধনরাজি
সর্বঃস্বান্ত হল শ্রমিক, মজুর, কৃষক, তাঁতী।
প্রতিদিনমণি, বাগানের শিরোমণি
সৃঞ্জয়দেব ধনঞ্জয়, মন জয়
করিল যবে সারদারাজরাজেশ্বরে,
তঞ্চকশেখর সুদীপ্তরে, স্বাক্ষরিলা
সন্ধি আলিনগর সম, লুটিতে লক্ষ
কোটি! কহ দিদিমণি, নন্দীগ্রামমর্দিনী,
সিঙ্গুরনাশিনী-রুদ্রাণী, বঙ্গরঙ্গিণী,
গণতন্ত্রমন্দিরভঙ্গিনী, টালিচ্ছাদ
নিবাসিনী, কৌষিক পট্টবস্ত্রধারিণী,
শিলান্যাসিনী-সন্যাসিনী, প্রকাশ্য মঞ্চে
বংশদ্রষ্টায়িনী, চপ্পলচরণী রানি,
আসিফবাণীতে ডাকাতরানি, তব
অজ্ঞাতে পশ্চাতে দুষ্কর্ম করে দুঃশক্তি
কে ধরে? জিজ্ঞাসে দাসে, ক্ষুদ্রাতিক্ষুদ্র
মুখে বৃহৎ প্রশ্ন, মাতঃ, কেন ক্ষণার
প্রবচনসম বাণী উচ্চারিলা তুমি?
তস্করসারি কেন সাজাইলা যতনে
রণে-বনে-জলে-জঙ্গলমহলে,
ক্ষুদিরাম হলে? কেন অকারণে তুমি
উচ্চারিলে, 'কুণাল চোর, মদন চোর,
টুম্পাই চোর, মুকুল চোর, আমি চোর?'
কিন্তু ছাড় দুশ্চিন্তা, আশ্বাসে দাসে আজি
দিল্লি যাইব, ধাইব কানুনকুলভূষণ
কপিল ধামে, শলা করিব যোগ্যশিক্ষা
দিব সিবিআইয়ে। কালীঘাটের কলঙ্ক
আজি ভূঞ্জিব আহবে । ।               লেখক - শ্রী জয়দীপ চৌধুরী 


No comments:

Post a Comment