Saturday, February 21, 2015

বায়ুজীবী সিপিএম


অসামান্য দল এই বাংলার সিপিএই(এম)l তেনারা শ্রমজীবি মানুষের কথা বলেন আর লাল ঝান্ডা দিয়ে শিল্প বিতারিত করেন l দীর্ঘ তিরিশ বছর ধরে এক নেতার নেতৃত্বে দল চালিয়েছেন l জেলাভিত্তিক কর্মসূচি নিয়ে প্রতি টি জেলায় শিল্পে তালা ঝুলিয়েছেন, সেটা হাওড়া হোক বা হুঘলি,মেদিনীপুর বা আসানসোলে l সেই শ্রমজীবির নেতার  অপদার্থ পুত্র কিন্তু শ্রম ছেড়ে শিল্পপতিতে পরিনত হয়েছিলেন l শুধু তিনি নন বাংলার নেতার সঙ্গে দিল্লির সর্দারজীর পুত্র ও কোটিপতি হয়েছেন l বাংলার জনগণ অভুক্ত থেকেছেন l শ্রমজীবি নেতা অর্থ আনতে প্রতি বছর বিদেশ যাত্রা করেছেন কিন্তু গমন আগমনে যত খরচা করেছেন তত পয়সাও আসেনি বাড়তি দুরস্ত l অতঃপর দল এ বিদ্রোহ ,দলের একটি অংশকে বিরোধীর হাতে শপে দিয়ে নিজে বিদায় নেন l কিন্তু বাংলা তো অভুক্ত ,সরকারি বৃদ্ধ অবসরপ্রাপ্ত কর্মী ছাড়া , তাদের দল এ আর কেও নেই l তাই তাদের দিয়েই মিথ্যাচার শুরু, গ্রামে গ্রামে লোক পাঠিয়ে সরকারি কর্মচারীদের বলে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী নাকি পেনশন বন্ধ করে দেবেন l এই শিশুসুলভ মিথ্যাচার করতে হত না যদি আপনাদের শ্রমজীবি নেতা শিল্প বিতারিত না করতেন আর আসল শ্রমিকদের বিশ্বাস আপনাদের ওপর থেকে না উঠে যেত l

সিপিএম এমন দল যারা চিরকাল অপদার্থতা আর মিথ্যাচারের প্রতিক

কাজে কাজে  বেলা গেল
বলে ভাই মামদো
 নন্দর চপ  খেয়ে
কেটে গেল  ছন্দ

চপে ছিল  চুল যে
 ভুটভাট করে পেট
 নামাবলী তে ছাপা
ফেইসবুক এ মার্কেট

কেট কেট কেটবাজ
ভেতরেতে ফক্কা
বিমানএ তে  চেপে যাও
 বুদ্ধ  তে  ছক্কা

আগে তাও  ভোট  ছিল
ভুটভাট  বায়ুত্যাগ
কানে কানে  মন্ত্র
একে ওকে তাকে ত্যাগ

রেশন ডিলারশিপ
 চাকরি দেবে যে দাদা
সিঁড়ি  ধরে গুতোগুতি
মুখ বুজে তাই হাঁদা
সালেম এর ঘরে ঘুরে
 টাটার টাকেতে ঝুলে
 গোখরো ধরতে গিয়ে
 আসলেতে ধরে হেলে






















No comments:

Post a Comment