নন্দলাল - দেবদুলাল
ওহে নন্দলাল,
শুনছি নাকি মেয়ের বিয়ে?
পাত্র কেমন দেখে এলে?
শুনছি নাকি মেয়ের বিয়ে?
পাত্র কেমন দেখে এলে?
পাত্র খুবই ভালো।
নির্ভেজাল তৃণমূলী
দশ জনকে করে গুলি-
দলে প্রমোশনটা হল।
নির্ভেজাল তৃণমূলী
দশ জনকে করে গুলি-
দলে প্রমোশনটা হল।
বুঝলে, পাত্র খুবই ভালো।
তা হোক গে,
বুঝলে নন্দলাল,
পাত্র তেমন তাজা হলে-
অমন গোলা-গুলি চলে।
"জয় কালি জয় কালি" বলে-
দাও ঝুলিয়ে দাও ঝুলিয়ে।
বুঝলে নন্দলাল,
পাত্র তেমন তাজা হলে-
অমন গোলা-গুলি চলে।
"জয় কালি জয় কালি" বলে-
দাও ঝুলিয়ে দাও ঝুলিয়ে।
তবে বুঝলে দেবদুলাল,
আরেকটু দোষ আছে, তোমায় বলছি নিচুস্বরে-
সুযোগ পেলে পাত্র ভায়া,
ধর্ষণ টর্সন করে।
আরেকটু দোষ আছে, তোমায় বলছি নিচুস্বরে-
সুযোগ পেলে পাত্র ভায়া,
ধর্ষণ টর্সন করে।
হ্যাঁ, বলো কি নন্দলাল!
শেষে কিনা পেলে-
ধর্ষণ করা ছেলে?
শেষে কিনা পেলে-
ধর্ষণ করা ছেলে?
আরে আরে নানা নানা বুঝলে দেবদুলাল,
ধর্ষণ করে মাঝে মাঝে
মদ-গাঁজা খেলে।।
মদ-গাঁজা খেলে।।
হ্যাঁ, বলো কি নন্দলাল!
শেষে কিনা পেলে-
ধর্ষণ করা মদ খাওয়া ছেলে?
শেষে কিনা পেলে-
ধর্ষণ করা মদ খাওয়া ছেলে?
আরে আরে নানা নানা বুঝলে দেবদুলাল,,
নেশা করে তোলা থেকে
বখরা কিছু পেলে।।
হ্যাঁ, বলো কি নন্দলাল!
শেষে কিনা পেলে-
ধর্ষণ করা মদ খাওয়া তোলাবাজ ছেলে?
শেষে কিনা পেলে-
ধর্ষণ করা মদ খাওয়া তোলাবাজ ছেলে?
আরে আরে নানা নানা বুঝলে দেবদুলাল,
তোলা পায় মেশিন হাতে
বাড়ী বাড়ী গেলে।।
বাড়ী বাড়ী গেলে।।
হ্যাঁ, বলো কি নন্দলাল!
শেষে কিনা পেলে-
ধর্ষণ করা মদ খাওয়া মেশিন হাতে তোলাবাজ ছেলে?
শেষে কিনা পেলে-
ধর্ষণ করা মদ খাওয়া মেশিন হাতে তোলাবাজ ছেলে?
আরে আরে নানা নানা বুঝলে দেবদুলাল,
এমন কাজ আর করবে না ও এমনি ভালো ছেলে,
চিটফান্ডের ব্যবসায়
মোটা টাকা মেলে।।
চিটফান্ডের ব্যবসায়
মোটা টাকা মেলে।।
হ্যাঁ, বলো কি নন্দলাল!
তোবা তোবা তোবা
এযে দেখছি এক্কেবারে হার হাভাতে ছেলে রে বাবা!
তোবা তোবা তোবা
এযে দেখছি এক্কেবারে হার হাভাতে ছেলে রে বাবা!
আরে আরে নানা নানা বুঝলে দেবদুলাল,
এখন সে আর ফেলনা তো নয়, এমনি ভালো ছেলে,
রাজ্য থেকে পাত্র এবার
"বঙ্গ ভূষণ" পেলে।।
রাজ্য থেকে পাত্র এবার
"বঙ্গ ভূষণ" পেলে।।
হ্যাঁ, বলো কি নন্দলাল!
এযে দেখছি খাসা ছেলে-
তেনার হাতের পরশ পেলে,
সব কলঙ্ক যাবে চলে।
"জয় কালি জয় কালি" বলে-
দাও ঝুলিয়ে দাও ঝুলিয়ে।
এযে দেখছি খাসা ছেলে-
তেনার হাতের পরশ পেলে,
সব কলঙ্ক যাবে চলে।
"জয় কালি জয় কালি" বলে-
দাও ঝুলিয়ে দাও ঝুলিয়ে।
"জয় কালি জয় কালি" বলে-
দাও ঝুলিয়ে দাও ঝুলিয়ে।
(বি দ্র :নন্দলাল=বিমল শণ্কর নন্দ ও দেবদুলাল= দেবনারায়ান সরকার )
No comments:
Post a Comment