বিদূষক (হাঁপাতে হাঁপাতে) - মহারাণী একটা খবর করছি নিবেদন
ওই পিংলায় আবার হয়েছে বিস্ফোরণ
মহারাণী - ওটা বিয়েবাড়ির বাজি,
দু এক খান ছিল,
সেগুলোই ফেটে গেল।
বিদূষক - ওঃ মহারাণী,
আপনি কতো জ্ঞানী
মহারাণী - সে তো আমি জানি
কি!!! আমি জ্ঞানী বুঝলে এতদিন পরে !!
কোন কামানোর পোস্ট পাবেনা এবারে !!
বিদূষক - মহারাণী মাফ করুন ,
যে কোন কমিটির চ্যেয়ারমান করুন।
আর তো মাত্র ৩৬৫ দিন,
আমায় কিছু তো কামাতে তো দিন্... _/।\_
মহারাণী - সময় এলেই কামাবে ,
কিন্তু কি করে লুকাবে ।!!!
মদন কে দেখে শিক্ষা নাও,
বিদূষক - এখন আর কিসের ভয় ,
মোদিজীতো সঙ্গে রয়
মহারাণী - বিজেপি কে আর নাই ভয়,
বাম গুলোই ত্যাঁদড় হয়।
আবার হয়তো শুরু করবে আন্দোলন,
ঘুষি মের দফারফা হবে তখন।
বিদূষক - এখন উপায় কি
মহারাণী - বসো , ভেবে দেখি উপায় আর আছে কি কি
সবে দাদার হাতে হাত দিলাম,
সিবিআই কে জোর ঠেকালাম।
আমি আর মুকুল
একই বৃন্তে দুটি ফুল।
ঝগড়াঝাঁটি সব অভিনয় ,
রাজনীতিতে তে এসব করতে হয়।
জেতার পরে রূপ অন্য,
এ সবই ক্ষমতায় থাকার জন্য।
এখনো পরিবারের পুরো হয়নি কামানো,
তাইতো মোদী দাদার হাত ধরে সিবিআই কে ঠেকানো।
বিদূষক - উফফ ভাবা যায় না ,
এরকম বুদ্ধি দেখা যায়না।
জালি ডিগ্রী , ভুল ইংরেজি উচ্চারন
সেই দিয়ে চলছে বঙ্গ শাসন
মহারাণী- বুদ্ধি না থাকলে কি এমন হতো !!!
কেমন হল সাইজ কিষাণ আর ছত্রধর মাহাতো
এখন দু জনেই মাওবাদী শয়তান,
আর আমি মহান!! !! মহান!!!
No comments:
Post a Comment