Tuesday, March 6, 2018

ওরা কেন মূর্তি ভাঙে ?



যখন ভারতে লেনিনের মূর্তি তুলে ফেলা হয়, তখন দেখি তার জোর সমালোচনা হয় সাবেকি বিপ্লবী মহলে !
ঠিক আলোচনা না হলে কোনটা ঠিক তা বোঝাযায় না । তাই মনে প্রশ্ন জাগে , আমাদের দেশে কি মনীষী ,
মহাপুরুষের বড়ো অভাব ছিল যে লেনিন যিনি নিজের দেশ থেকে এর থেকেও অনেক বেশি
কদর্য ভাবে বিতাড়িত ও উৎপাটিত, তাকে জোর করে ধরে এনে জনগণের মনে জোড়করে বসাবার চেষ্টা চলছিল?
উনি কি কাজ বা থিয়েরি আমাদের দিয়েছেন যা বিশ্বের কোথাও সফল না হলেও আমাদের সেই রক্তস্নাত ইতিহাসের
নিদর্শন বয়ে বেড়াতে হবে? বলছি, বাংলায় তো কত হিন্দু দেবদেবীর মূর্তি ভাঙা হচ্ছে প্রতিনিয়ত ভাঙা হচ্ছে
কমরেড তোমার দীপ্ত কণ্ঠ তো কই তখন প্রতিবাদ করেনা ? কি আরব দেশের বাজেটে খরচা ধরা আছে বোধহয় ?
আমাদের দেশের মাটির বিপ্লবীদের কাছে - দেশের মাটির রবীন্দ্রনাথ (তাদের ভাষায় -'বুর্জোয়া কবি '),
নেতাজি (তাদের ভাষায় -'তোজোর কুকুর '), বিবেকানন্দ (তাদের ভাষায় -‘প্রতিক্রিয়াশীল
হিন্দুত্বর দালাল’) , রামমোহনর মতো বিশ্ব সমাদৃত শান্তির বাণী প্রচার করা মনীষীদের চেয়ে
রক্তলোলুপ ইমপোর্টেড Failed হিরো লেনিন, মার্ক্স , মাও রা এত বেশি প্রিয় কেন? জবাব আছে?
এটা ঠিক যে ত্রিপুরা থেকে মূর্তিগুলো চুপচাপ সরিয়ে ফেললে বোধয় বিপ্লবীরা এত কষ্ট পেতনা,
হাজার হোক কোনোভাবে পূর্বজন্মের নাড়ির টান তাদের থাকতেই পারে ! আর যাইহোক এটাও
তো কোন এক শিল্পীর করা কোনো শিল্প , অন্তত সেই খাতিরে ! তবে জানেন তো, জনরোষ এমন
এক জিনিস কিছুতেই নিয়মের বাঁধ মানেনা - যা আমরা দেখেছি রাশিয়া , উক্রেন সহ অনেক দেশে
( ওরা অন্তত কয়েক হাজার কমুনিজম র মূর্তি ভেঙে গুড়িয়ে দিয়েছে )।
এটা তো আপনাদের শেখানো বিপ্লবের গণঅভ্যুত্থানের ফল, তাই না কমরেড ?
তাই! হোক স্বজাতীয় মনীষীদের পুজো! তাতে স্বজাত্যাভিমান জাগবে আর মানুষ নিজের,
সমাজের তথা দেশের ভালো হয় এমন কাজে মন দেবে, যেটা মানুষের রক্তেস্নাত কোনো
ইমপোর্টেড থিওরি বা হিরো দেবে না , দেয়নি , দিতে পারে না !
তবে মাও , লেনিন, মার্ক্স, চে দের পুজো করা কমরেডরা তো দেশের দশের পূজ্য মনীষীদের
মেনে নেবে না, তাই এবার দল বেঁধে চিৎকার শুরু করেদিন গেলো গেলো বলে !

চা বিক্রিকরা অন্ত্যজ ছেলে প্রধানমন্ত্রী হয়ে গেলো, সাধারণ জিম ইন্সট্রাক্টর কি ভাবে আজ মুখ্যমন্ত্রী
হতে যাচ্ছে, বলছি এটা কি আদর্শ সাম্যবাদের বিপ্লব নয় কমরেড ? ভেবে দেখবেন আর আপনাদের
চিনি গুরুদের সাথে ইয়েচুরি দাদাকে সঙ্গে নিয়ে আর একটা নতুন মগজধোলাই-র পথ ভেবে বারকরবেন !
পুরোনো বস্তাপচা তত্ত্বের যে আর হালে পানি দেওয়ার লোক পাওয়া যাচ্ছে না !
জয় সাম্যবাদের জয়!
ঠাকুর এদের সুমতি দাও ঠাকুর !
লেখনী
ভাস্বর গোস্বামী